আইনে বিদেশে পাঠানোর সুযোগ খতিয়ে দেখা হচ্ছে : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যাপারে এবার সুর পাল্টালেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনে কোনো সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী।
সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে বিচারপতিদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি। পরে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে করা আবেদন দু’বার আইনিভাবেই প্রত্যাখ্যান হয়েছে। এখন অনেক পক্ষ থেকেই আবেদন এসেছে। আইনে কোনো সুযোগ আছে কি না, তা আবারো খতিয়ে দেখা হচ্ছে। সার্বিক দিক বিবেচনার পরই এ বিষয়ে সিদ্ধান্তে আসা উচিত। আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের কাছ থেকেও আবেদনে এসেছে। সবকিছু ভেবে কিছু করা যায় কিনা, সেজন্য একটু সময় নিয়েই কাজ করা হচ্ছে।