খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি’র রাজনৈতিক দূরভিসন্ধি আছে : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি’র রাজনৈতিক দূরভিসন্ধি আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
গেল রাতে চট্টগ্রাম ক্লাবে রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।এসময় মন্ত্রী আরও বলেন, বিএনপির একমাত্র মাথাব্যথা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য। দেশ নিয়ে তাদের কোন চিন্তা নেই। একটি দলের রাজনীতি শুধু তাদের নেত্রীর স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বিএনপি কখনো জনগণের দল হতে পারে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।