নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:১১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছে গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায়।
সকাল ১০টা থেকে এই পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে আন্দোলন করে সফিউদ্দিন সরকার একাডেমী, টঙ্গী সরকারি কলেজসহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা ঢাকা- ময়মনসিংহগামী গাড়ি থামিয়ে লাইসেন্স চেক করে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়। শিক্ষার্থীরা পুলিশের গাড়ি, ভ্রাম্যমান লাইব্রেরীর গাড়িসহ বেশ কিছু লাইসেন্সবিহীন গাড়ি শনাক্ত করে। লাইসেন্স বিহীন ৭টি গাড়িকে মামলা দেয় পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আলমসহ থানা এবংট্রাফিক পুলিশ তৎপর ভুমিকা পালন করে। এসময়ম হাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।