পুলিশের বাধায় আন্দোলনরত শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড

- আপডেট সময় : ০২:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
পুলিশী বাধায় পূর্ব নির্ধারিত মানববন্ধন করতে পারেননি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রামপুরা ব্রিজ এলাকায় মানববন্ধনে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের দাঁড়াতে দেয়নি।
রামপুরা ব্রিজ এলাকায় মানববন্ধনে অংশ নেয়ার জন্য শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের দাঁড়াতে দেয়নি। বাধার মুখে কর্মসূচি বাতিল করে তারা। তবে নিরাপদ সড়কের দাবিতে তারা নতুন করে আবারও মাঠে নামতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষার্থীরা। তবে মানববন্ধনে বাধা দিতে গিয়ে পুলিশ তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এদিকে পুলিশ বলছে, আন্দোলনের সুযোগ নিয়ে শিক্ষার্থীদের সাথে বহিরাগতরা প্রবেশ করে অরাজকতা সৃষ্টি করতে পারে, এমন তথ্যে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়েছেন। আইন শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বলেও জানায় পুলিশ।