সারাদেশেই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ করা উচিত : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
শুধু রাজধানীতেই নয়,সারাদেশেই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
দুপুরে দলের বনানী কার্যালয়ে বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের মানুষ অন্যসব রাজনৈতিক দলের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সবাই এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে বলে দাবি করেন কাদের। তিনি বলেন, কতিপয় লোক পরিবহন সেক্টরকে জিম্মির চেষ্টা করছে। এটি কোন শুভ লক্ষণ নয়। শুধু ছাত্ররা আন্দোলনে নামলেও, অনেকেই পরিবহন সেক্টরের নৈরাজ্যের শিকার বলে দাবি করেন তিনি। সরকারকে এ বিষয়ে আরো তৎপর হওয়ার আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন খুবই যৌক্তিক।