আগামী ৬ ডিসেম্বর অং সান সু চির মামলার প্রথম রায়

- আপডেট সময় : ১০:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করা প্রায় এক ডজন মামলার প্রথম রায় আগামী ৬ ডিসেম্বর দিতে যাচ্ছে সামরিক শাসনে থাকা দেশটির একটি আদালত।
.আজ দেশটির একটি আদালতে উত্তেজনা উসকে দেওয়া এবং কোভিড-১৯ বিধিনিষেধ লঙ্ঘনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ আইন ভাঙার দায়ে হওয়া মামলার রায় দেয়ার কথা ছিল। কিন্তু পরে তা মুলতবি করা হয়। এই দুই অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রথমটিতে সর্বোচ্চ দুই বছর এবং পরেরটিতে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে সু চির। সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি দলের অন্যতম নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টও এসব অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন, দোষী সাব্যস্ত হলে তারও একই সাজা হতে পারে। এছাড়াও সু চির বিরুদ্ধে সেনাবিরোধী উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে কয়েক দশক পর্যন্ত কারাদণ্ড হতে পারে সু চির।