হঠাৎ করেই বাস মালিক সমিতির পক্ষ থেকে হাফ পাস কার্যকরের সিদ্ধান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই বাস মালিক সমিতির পক্ষ থেকে হাফ পাস কার্যকরের সিদ্ধান্ত হয়। দুপুরে সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের দাবি মেনে কাল থেকে বাসে হাফ ভাড়া কার্যকর হবে।
সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার ছুটির দিন ছাড়া অন্য দিন গুলোতে সকাল ৭টা থেকে রাত ৮ পর্যন্ত শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শন করে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবেন। তবে ঢাকার বাইরে হাফ পাস গ্রহণযোগ্য হবে না। সাপ্তাহিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে হাফভাড়া দেয়ারও সুযোগ থাকছে না। এনায়েত উল্লাহ বলেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকার জন্য কার্যকর হবে। এর আগে বিআরটিসি গাড়িতে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের ঘোষণা দেয় সরকার। শিক্ষার্থীদের দাবি ছিল— সব বাসেই যেন অর্ধেক ভাড়া নেয়া হয়।