বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। যদিও তাঁর শারীরিক অবস্থা গত ২৪ ঘণ্টা ধরে স্থিতিশীল আছে।
তবে লিভার সিরোসিসের কারণে যেকোনো সময় আবারো রক্তক্ষরণের শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। আর এজন্য যত দ্রুত সম্ভব সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার সুপারিশের কথাও জানান তাঁরা। রবিবার সন্ধ্যার পর চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে রাজধানীর গুলশানে বাসভবন ফিরোজায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়টি উল্লেখ করেন খালেদা জিয়ার প্রধান চিকিৎসক অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী। এদিকে,
এ বিষয়ে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে ডেকে নিজের শারিরীক অবস্থা নিয়ে প্যানেলের চিকিৎসকরা দুশ্চিন্তায় কিনা? সে তথ্য জানতে চেয়েছেন খালেদা জিয়া।