বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
সকালে শহরের ফুলবাগান এলাকার সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুলাহ আল কাফী জুয়েলসহ নেতা-কর্মীরা।




















