তৃতীয় দিন শেষে চট্টগ্রাম টেস্টে ৮৩ রানের লিড বাংলাদেশের

- আপডেট সময় : ০৯:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
তাইজুল ইসলামের ৭ উইকেটের পর মুশফিক-ইয়াসির আলীর কাঁধে এখন বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট। তৃতীয় দিনশেষে ৮৩ রানের লিড বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩৯ রান। ১২ রানে মুশফিক, ৮ রানে অপরাজিত ইয়াসির আলী। এর আগে তাইজুলের স্পিন ভেল্কিতে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। তাইজুলের ৭ উইকেট ছাড়াও দুই উইকেট নেন ইবাদত হোসেন। ১৩৩ রানে আউট হন আবিদ আলী। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিলো ৩৩০ রানে।
টানা তৃতীয় দিনের মতো উত্তেজনার প্রথম সেশন। প্রথম দু’দিন বাংলাদেশের সংগ্রাম। তৃতীয় দিনে পাকিস্তানের ধস। আব্দুল্লাহ শফিককে দিয়ে শুরু। আগের দিন রং ছড়ানো এই ওপেনারের লাগাম টেনেছেন তাইজুল ইসলাম। ভাঙে ১৪৬ রানের জুটি। পরের বলে অভিজ্ঞ আজহার আলীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন বাহাতি স্পিনার। প্রথম সেশনে ৩৭ রান তুলতেই চার উইকেট নেই পাকিস্তানের। ক্যারিয়ারে নবমবার পাঁচ উইকেট নেয়ার দিনে পাকিস্তান ইনিংসে একাই ধস নামান তাইজুল। নিয়েছেন ৭ উইকেট। মাঝে ২ উইকেটে ভাগ বসান ইবাদত হোসেন। ২৮৬ রানে অলআউট পাকিস্তান। তবে, উৎসব- বিষাদে রূপ নিতেও সময় লাগেনি। ৪ উইকেটে ৩৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এখন ৮৩ রানের লিড স্বাগতিকদের।