নিরাপদ সড়ক ও হাফভাড়া অক্ষুন্ন রাখার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
নিরাপদ সড়ক ও হাফভাড়া অক্ষুন্ন রাখার দাবি এবং নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে আজও রাজধানীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সকালে ধানমন্ডিতে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা জানায়, হাফ পাসের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা। এসময় তারা হাফ পাস এবং নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। অবস্থান কর্মসূচিতে ধানমন্ডি আইডিয়াল, মোহাম্মদপুর সরকারি কলেজ, কমার্স কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হলে আন্দোলন চালিয়ে যাবে তারা।