অতিথি পাখির কলকাকলীতে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

- আপডেট সময় : ০৬:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
প্রকৃতিতে শীতের আগমনীর সুর বাজতে না বাজতেই অতিথি পাখির কলকাকলীতে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এসব পাখি দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও লেকপাড়ে ভীড় করছে দর্শনার্থীরা।
সকালের সূর্যটা একটু-একটু করে কুয়াশার চাঁদরে ঢাকা পড়তে শুরু করেছে। হেমন্তের প্রথম প্রহরে শিশির বিন্দু জানান দিচ্ছে, শীত আসছে। একই ভাবে ডানায় ভর করে আসছে অতিথিরাও। এরই মধ্যে লেকের জলে ঘাঁটি গেড়েছে ছোট সরালী ও বড় সরালী। দিনভর তাদের সঙ্গ দিচ্ছে বিলের স্থায়ী বাসিন্দারা।
বাহারি শাপলা রঙিন আঁচল মেলে যেন স্বাগত জানাচ্ছে তাদের। ক’দিন বাদেই এই বহরে যুক্ত হবে ল্যানজা হাঁস, ভূতি হাঁস, বালি হাঁসসহ সুদুর উত্তর থেকে ছুটে আসা নানা প্রজাতির পরিযায়ী পাখি। সুন্দর সময় কাটাতে পরিবারসহ ছোট বাচ্চাদের বিনোদন দিতে বিভিন্ন জায়গা থেকে ছোটে এসেছে দর্শনার্থী ও শিক্ষার্থীরা।
উৎসাহী দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ করতে পারলে প্রজাতি ও সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন প্রাণিবিদরা।
প্রতি বছর এ সময়ে জাহাগীরনগর বিশ্ববিদ্যালয় লেকপাড়া এসব পাখির আনাগোনা বাড়ে।