ভুল আর ভুল

- আপডেট সময় : ১১:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অসচেতনতা চলছেই। এবার চট্টগ্রাম টেস্টের প্লেয়ার লিষ্টে ‘বাংলাদেশ’ বানান ভুল লেখা হয়েছে। যা নিয়ে নতুন করে আলোচনায় বোর্ড। তবে, এই ক্রিকেট সিরিজে এর আগেও একাধিকবার অপেশাদারিত্বের নজির রেখেছে বিসিবি।
ভুল আর ভুল। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একের পর এক ভুল ধরা পড়ছে। ছোট তবে গুরুত্বপূর্ণ অনেক কাজেই অসতর্কতার নজির মিলেছে। এবার সে তালিকায় যোগ হলো চট্টগ্রাম টেস্টের প্লেয়ার লিস্টে বাংলাদেশ বানান ভুল। যে তালিকায় স্বাক্ষর ছিলো অধিনায়ক ও টিম ম্যানেজারের। যা নিয়ে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
এর আগেও একাধিক অপেশাদারিত্বের নজির রেখেছে বিসিবি। এ যেমন চট্টগ্রাম টেস্টের টিকিটেও ছিলো বেশ ভুল। ম্যাচ শুরুর সময় সকাল ১০টার পরিবর্তে রাত ১০টা উল্লেখ করা হয়েছিল। যা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে দর্শকরা।
এখানেই শেষ না, টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আরও বড় হাস্যরসের জোগান দিয়েছিলো বিসিবি। নিজেদের ফেসবুক পেজে নবাগত শহীদুল ইসলামের একটি ছবি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা সাকিবের ছবিতে এডিট করা।
এতেও বড় সমালোচনার মুখে পড়ে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
বিসিবির খামখেলির নজির আছে আরও। সংবাদ কর্মীদের জন্য চলতি সিরিজের যে অ্যাক্রিডিটেশন কার্ড বানিয়েছিলো বিসিবি সেখানে রিপোর্টার বানানেও ছিলো ভুল। যদি একদিন পরই তা বদলে দিয়ে নতুন কার্ড ইস্যু করে বিসিবি।
পেশাদার ক্রিকেটে অপেশাদারিত্ব বারবার। যা প্রশ্নবিদ্ধ, বিব্রত অনেকে।