গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সাথে সরকার চরম অবিচার করছে: ড. খন্দকার মোশাররফ হোসেন

- আপডেট সময় : ১১:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সাথে সরকার চরম অবিচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। অবিলম্বে তার স্থায়ী মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও দাবি জানিয়েছেন তিনি। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে এ দাবি জানান ড. খন্দকার মোশাররফ হোসেন। এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছে ভাসানী পরিবারও।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়, বিশেষ দোয়া মাহফিলের অংশ নিতে শুক্রবার সকালে থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ।
আর মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে মসজিদের আশেপাশের এলাকায় ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারী।
এরই মধ্যে জুমার নামাজ আদায় করে মুসল্লিরা। নামাজ শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায়, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশ নেন দলের সিনিয়র নেতারাও ।
দোয়া মোনাজাত শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গুরতর অসুস্থ বেগম জিয়ার সাথে অবিচার করছে সরকার।এদিকে সকালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন ভাসানীর পরিবারের পাঁচ সদস্যের একটি দল। সাক্ষাত শেষে ভাসানীর ছোট মেয়ে, শারীরিক অবস্থা বিবেচনায় বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।
বিএনপি চেয়ারপারসন সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন মওলানা ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী ।