সড়ক দুর্ঘটনায় নটর ডেম ছাত্রের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় নটর ডেম ছাত্রের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনার বিচার, সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে রোববার ফের আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। ঘাতক গাড়িচালক পরিচ্ছন্নতাকর্মীর তিন দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।