পচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে পথভ্রষ্ট করে স্বাধীনতাবিরোধীরা : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
স্বাধীনতাবিরোধীরা পচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে পথভ্রষ্ট করেছিল বলে মম্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ক্ষমতার ধারাবাহিকতা থাকায় উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। এটা ধরে রেখে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনায় জনগনকে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। সংসদে উত্থাপিত প্রস্তাবের উপর আলোচনায় এসব কথা বলেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংসদে বিশেষ আলোচনার জন্য বুধবার ১৪৭ বিধিতে প্রস্তাব তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাব উত্থাপনের পরপরই এর ওপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি।
তিনি অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধীরা পচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছিল।
শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় সরকার সক্ষমতার পরিচয় দিয়েছে বলেই জানমালের ক্ষয়ক্ষতি সামাল দেয়া সম্ভব হয়েছে।
সংসদকে তিনি জানান, আওয়ামী লীগ ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে না। জনগনের সেবা করার সুযোগ হিসেবে কাজে লাগায়।
প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা।
























