কক্সবাজারে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইন এবং অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা এবং অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।
সকালে নবগঠিত ঈদগাহ উপজেলায় আয়োজিত এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: ফখরুল আহসান। দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় ৬শ’ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, নাপিতখালি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় হতদরিদ্র পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।