গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরসহ ৪ জনের নামে জমি দখলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ চারজনের বিরুদ্ধে জমি দখলের মামলায় আদালত অবমাননার পর রুল জারি করেছে হাইকোর্ট ।
বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আবেদনকারী আইনজীবী জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা হয়েছে। মঙ্গলবার রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের এক নম্বর আমলি আদালতে মামলা করেন মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার।