রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মালদ্বীপ সব সময় একই ফোরামে : পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মালদ্বীপ সব সময় একই ফোরামেই রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
সকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময়
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে। এসময় তিনি আরও বলেন, ভারতের রাষ্ট্রপতি, ভুটানের কিং বিজয় দিবসের প্রোগ্রামে আসার কথা রয়েছে। তবে ওই অনুষ্ঠানে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবীদের বেশি আহ্বান জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।