কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের মামলার এক আসামী গ্রেফতার

- আপডেট সময় : ০৫:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো: সোহেল ও হরিপদ সাহার জোড়া খুনের ঘটনায় হত্যাকান্ডের ৩৫ ঘন্টা পর মামলা করেছে কাউন্সিলরের ছোট ভাই সৈয়দ রুমন। এ মামলার আসামী সুমনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী। হত্যাকান্ডের পর থেকে ওই এলাকায় এখনো আতংক বিরাজ করছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি স্বজনদের। আসামীদের আটক করতে জোরালো প্রদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশ।
হত্যাকান্ডের পর থেকেই কুমিল্লা নগরীর পাথুরিয়া পাড়ায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বন্ধ রয়েছে স্থানীয় দোকানপাট, অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় টহল দিচ্ছে অতিরিক্ত পুলিশ।
কিছুতেই থামছেনা সন্ত্রাসীদের গুলিতে নিহত কাউন্সিলর সোহেলের পরিবারের কান্না। কেন, কি কারণে হত্যা করা হয়েছে তাদের বাবাকে, এমন প্রশ্ন সন্তানদের। এখনো বিশ্বাস করতে পারছে না তাদের বাবা নেই। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্বজনরা।
এদিকে বুধবার দুপুরে নিহত কাউন্সিলর সোহেলের বাড়িতে যান জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। আসামীদের দ্রুত গ্রেফতার করতে আইনশৃংখলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
২২ নভেম্বর সোমবার বিকেলে নগরীর পাথুরিয়া পাড়া এলাকায় নিজ কার্যালয়ে বসা অবস্থায় গুলি করে হত্যা করা হয় কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহাকে।