প্রচার-প্রচারণায় জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের ১৮টি ইউপি নির্বাচন

- আপডেট সময় : ০২:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
প্রচার-প্রচারণায় জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী উপজেলার ১৮টি ইউপি নির্বাচন। নানা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে,শীত উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
ঝিনাইদহের কালীগঞ্জেও নির্বাচনী প্রচারণা তুংগে। এই ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের এক প্রার্থী।ফলে উপজেলার ত্রিলোচনপুরে সৃষ্টি হয়েছে বাড়তি আমেজ। ভোটারদের মাঝেও দেখা দিয়েছে বাড়তি উৎসাহ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী ইউনিয়ন পরিষদে-দিন যতই ঘনিয়ে আসছে জমে উঠছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা উন্নয়নের ঝুড়ি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে সীমান্তবর্তী পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারণায় যোগ হয়েছে নতুন মাত্রা।এই নারী প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন স্থানীয় ভিক্ষুকরা। তাদের প্রচারণা দৃষ্টি কেড়েছে অনেকেরই।
নানান প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের নজরকাড়ার চেষ্টা করছেন প্রার্থীরা। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান নির্বাচন কমিশনার। এ দুই উপজেলার ১৭টি ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গীর এক ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে।
এদিকে ঝিনাইদহ কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদেও জমে উঠেছে নির্বাচনী কার্যক্রম। ভোট পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এই ইউনিয়নে আলোড়ন সৃষ্টি করেছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু। নির্বাচন সুষ্ঠ হলে জয়ের ব্যাপারে আশাবাদী ঋতু। জয়ী হলে এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করবেন বলে জানান তিনি। তবে নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়াসহ নানা অভিযোগ রয়েছে এই প্রার্থীর।
আর শান্তিপুর্ণ ভাবে ভোট দিয়ে পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ চান ভোটাররা। নির্বাচন সুষ্ঠ করতে সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা।
২৮ নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ধাপের এ নির্বাচনে ইউনিয়নের ১৯ হাজার ৬শ’ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।