বাস ভাড়া অর্ধেক করার দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত
- আপডেট সময় : ০১:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
বাস ভাড়া অর্ধেক করার দাবিতে আজও রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।
ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়িয়ে পুর্ননিধারণের পরও বাড়তি বাস ভাড়া আদায়ের নৈরাজ্য না থামানোর প্রতিবাদে এবং শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে এ বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।সকালে রাজধানীর সাইন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা যান বাহন চলাচল বন্ধ করে দেয়। ঢাকা কলেজের শিক্ষার্থী ছাড়াও আশপাশের শিক্ষার্থীরা যোগ দেয় বিক্ষোভে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন হয়নি। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকরা খারাপ আচরণও করেছে। এসব ঘটনার বিচার এবং হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারের প্রজ্ঞাপন জারি করতে হবে।














