লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ : পাঁচ জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের সময় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। গত রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসের দিঘির পাড় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, তিনটি সিএনজিচালিত অটোরিকশায় আনুমানিক ১৫ জন লোক অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে নিয়ে যায়। পরে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে তাদের ধাওয়া করে প্রায় তিন কিলোমিটার দূরে তাদের আটক করা হয়। সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। ওই অটোরিক্সায় মেয়েটিসহ পাঁচ অপহরণকারী ছিল। তাৎক্ষণিকভাবে খবর দিলে পুলিশ তাদের আটক করে।