সাতক্ষীরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠানে যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠানে যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চণ্ডীপুর জামিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদ চত্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, আমরা যখন দোয়া করছিলাম সে সময় এই হামলা চালানো হয়। এই হামলায় নেতৃত্ব দেন যুবলীগ নেতা হাফিজ সরদার ও শিশু কিশোর লীগের রহমতসহ কয়েকজন। তারা লাঠিসোটা নিয়ে আমাদের বেপরোয়া মারধর করে। এতে উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, আশেক এলাহী মুন্না, ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিনসহ ১২ জন আহত হয়েছে। কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাতে তাদের মধ্যে তিনজনকে সাতক্ষীরা বেসরকারি সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।