মাত্র ১০৩ টাকায় পুলিশে চাকরি পেল কুষ্টিয়ার ৪১ নারী-পুরুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
অনলাইনে আবেদনের মাধ্যমে মাত্র ১০৩ টাকায় পুলিশে চাকরি পেল কুষ্টিয়ার ৪১ নারী-পুরুষ।
শারীরিক, লিখিত, মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষায় চুড়ান্ত হন ৩৬ জন পুরুষ আর ৫ জন নারী। এতে তাদের খরচ হয় মাত্র ১০৩ টাকা। নিজ যোগ্যতায় সন্তানের চাকরি হয়েছে দেখে আনন্দে আপ্লুত স্বজনরা। অতীতে পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় বেশির ভাগ সময়ই বদনাম হয়েছে। সেই বদনাম মুছতে এবার সারাদেশে পুলিশের নিয়োগ প্রক্রিয়াকে শত ভাগ স্বচ্ছতা আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এই প্রক্রিয়া সবক্ষেত্রে বাস্তবায়িত করতে হবে বলে জানান কুষ্টিয়ার পুলিশ সুপার।