শেরপুরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তে শুক্রবার ভোরে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
 - / ১৬৪৫ বার পড়া হয়েছে
 
শেরপুরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তে শুক্রবার ভোরে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে দুটি হাতির মরদেহ উদ্ধারের ঘটনা ঘটল।
এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিল। বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার উদ্ধার হওয়া পুরুষ বন্যহাতিটির বয়স আনুমানিক দুই বছর। কেবল দাঁত উঠতে শুরু করেছে। গত কয়েক দিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষতি করছে।নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে হাতিটি কীভাবে মারা গেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তারা।
																			
																		













