সাভারে চামড়া শ্রমিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সাভারে চামড়া শ্রমিকদের জন্য পেশাগত স্বাস্থ্য এবং পরিবেশগত নিরাপত্তার উপর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে সাভারের জিলিয়ান রেষ্টুরেন্টে সলিডারিটি সেন্টারের বাস্তবায়নে এ সভার আয়োজন করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। সভায় বক্তারা চামড়া শিল্পের শ্রমিকদের পেশাগত স্বাস্থের অভাব তুলে ধরেন। সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের উপর গরুত্ব দেন তারা। এখনই সতর্ক না হলে আগামীতে ট্যানারী সংশ্লিষ্টদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হবে বলে শংকা জানান তারা। এ সময় পরিবেশগত নিরাপত্তার উপর সক্ষমতা বৃদ্ধির উপরও জোর দেন বক্তারা। সভায় ট্যানারি শিল্পের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।