টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন মারা গেছেন…ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ২০০১ সাল থেকে টানা চারবার নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
দুপুর ১টার দিকে ঢাকার সিএমএইচএ চিকিৎসাধীন অবস্থায়র মৃত্যু হয় তার। নিহতের স্ত্রী ঝর্ণা হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার স্বামী একাব্বর হোসেন দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ১৬ অক্টোবর তিনি ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে সিএমএইচএ ভর্তি করা হয়। ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সংগে জড়িত ছিলেন একাব্বর হোসেন। ১৯৯০ সালে তিনি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া, তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।