মোংলায় জাহাজের ধাক্কায় কার্গো ডুবি, ৫ নাবিক নিখোঁজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকায় ডুবে গেছে কয়লা বোঝাই জাহাজ এমভি ফারদিন-১। পাঁচজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।
বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে ৩৫০ টন কয়লা নিয়ে ঢাকার পথে আসছিলো কার্গো জাহাজ ফারদিন-১। পণ্য খালাস শেষে পানামা পতাকাবহী হ্যান্ডিপার্ক জাহাজ বন্দর ত্যাগ করার সময় ধাক্কা দেয় বিপরীত থেকে আসা কয়লা বোঝাই কার্গো জাহাজটিকে। অন্য একটি লঞ্চ এসে কার্গোরতে থাকা ৭ জনের মধ্যে দুইজনকে উদ্ধার করলেও পাঁচ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজ বলেন, সুপার ভাইজার লোকমান হোসেনের কাছ থেকে দূর্ঘটনার খবর শুনেছি। নিখোঁজ নাবিককে উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে














