নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে গণমাধ্যম : অভিযোগ সিইসি’র

- আপডেট সময় : ০৭:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ইউপি নির্বাচনে সহিংসতার দায়ভার এবার গণমাধ্যমের উপর চাপাতে চাইছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে জনমনে গণমাধ্যম বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সিইসি কে এম নূরুল হুদা। সারাদেশে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে বলেও দাবি করেন সিইসি। তিনি বলেন, সাড়ে আট হাজার কেন্দ্রের মধ্যে মাত্র ১৬টিতে সহিংসতা হয়েছে। এটা প্রমাণ করে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
দুই ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে সহিংসতায় মারা গেছে ৪০ জনের উপরে। এই খবর ইতিমধ্যেই প্রচারিত হয়েছে দেশের গণমাধ্যমে।
এ নিয়ে অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন ডাকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তার দাবি দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।
নির্বাচন নিয়ে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন, কমিশনার রফিকুল ইসলাম।
আরেক নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন মনে করেন, নির্বাচন উৎসবমুখর হয়েছে। তবে, আগামীতে সহিংসতার ব্যাপারে সজাগ থাকবে কমিশন।
প্রথম ধাপে ৩৬৯টি এবং দ্বিতীয় ধাপে ৮৩৩ টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে আরো ১ হাজার ৭টি ইউপি নির্বাচন আনুষ্ঠিত হবে।