মাদারীপুরের শিবচরে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ৪ জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
সকালে শিবচর উপজেলার পাঁচ্চর-এর হোগলারমাঠ নামক স্থান থেকে তাদের আটক করা হয়। দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে এমন খবরের ভিত্তিতে তাদের আটকের তথ্য দেন শিবচর থানার অফিসার ইনচার্জ। একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।
পাবনায় তিনটি আগ্নেয় অস্ত্র ও গুলিসহ ইকবাল ও মান্নু নামের দুই সহোদর আটক হয়েছে। পুলিশ সুপার জানান, ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার হেমায়েতপুরের চর ভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি উদ্ধার হয়।