ভারতীয় সেনাবাহিনীর একটি সাইকেল রেলি টিম বাংলাদেশে এসেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক জোরদার করতে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের একটি সাইকেল রেলি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছে।
দুপুরে দলটি বেনাপোল-পেট্টাপোল নোম্যান্সল্যান্ডে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার কমান্ডার মোহাম্মদ হাফিজুর রহমান জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাইকেল রেলিতে অংশ নেবে দুই দেশের সেনা সদস্যরা। এই সাইকেল রেলিতে সেনা সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জেলা পরিদর্শন করবেন। আজ থেকে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ভ্রমন শেষে রেলিটি দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাবে। ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন বিগ্রেড জেনারেল দীনেশ চন্দ্র শিং কল্যাণ।