পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় এক যুবক নিহতের অভিযোগ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
 - / ১৭৪০ বার পড়া হয়েছে
 
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় এক যুবক নিহতের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, ব্যক্তিগত শত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যায় ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে একদল যুবক তাদের ওপর হামলা চালায়। এতে রাহাতসহ ৬ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসক ছুরিকাহত হয়ে গুরুতর আহত রাহাতকে মৃত ঘোষণা করেন। রাহাত ডৌয়াতলা কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
																			
																		















