একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু কাল বিকেল ৪টায়
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
 - / ১৬০৯ বার পড়া হয়েছে
 
একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন কাল বিকেল ৪টায় শুরু হবে। গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, ৬০ দিনের মধ্যে সংসদ বসার সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। রোববার শুরু হয়ে মাঝে মুলতবি দিয়ে ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত চলতে পারে এই অধিবেশন। সংসদ সচিবালয় আরও জানায়, এবারও করোনাকালীন সব ধরনের সুরক্ষা বলয়ের মধ্যেই অধিবেশন অনুষ্ঠিত হবে। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশনটি মোট সাত কার্যদিবস চলে। ওই অধিবেশনে ৯টি বিল পাস হয়।
																			
																		














