বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি

- আপডেট সময় : ০৭:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে আবারও জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চেয়ারপারসনের মিডিয়া উইং জানায়, চিকিৎসা বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণের পর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে, গেলো সপ্তাহে টানা ২৭ দিন চিকিৎসা শেষে এভারকেয়ার থেকে বাসায ফেরেন তিনি। গেল কয়েক বছর ধরে উচ্চরক্ত চাপ, ডায়াবেটিস, আর্থাইটিস, চক্ষুসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন তিনি। গত ১০ এপ্রিল খালেদা জিয়া করোনা আক্রান্ত হলে ২৭ এপ্রিল থেকে ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা নেন। খালেদা জিয়ার চিকিৎসা বোর্ড উন্নত চিকিৎসায় বিদেশ পাঠানোর পরামর্শ দিলেও আইনী বাধায় তা সম্ভব হচ্ছে না বলে দাবি স্বজনদের।