লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়রথ ছুটছে আর্জেন্টিনা

- আপডেট সময় : ০২:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়রথ ছুটছে আর্জেন্টিনা। এবার উরুগুয়েকে ১-০ গোলে হারালো তারা। বাছাই পর্বের খেলায় টানা তিন ম্যাচ জিতে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে আলবিসেলেস্তেরা। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
কাতার বিশ্বকাপের বাছাই পর্বে দুর্বার, অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। এবার আলবিসেলেস্তের শিকার উরুগুয়ে। আগের দিন মূল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। এবার ১-০ গোলের জয়ে বিশ্বকাপে জায়গা পাকা করার পথে আরেক ধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির দল।
দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই এদিন মাঠে নামে আর্জেন্টিনা। তবে মাঠে ফুটবলে তার প্রভাব পড়েনি। ম্যাচ শুরুর মাত্র সাত মিনিটেই ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
এরপর চলে আক্রমণ পাল্টা আক্রমন। গোল হজমের পর মরিয়া হয়ে উঠে উরুগুয়ে। ম্যাচের ৩০ মিনিটে দলকে সমতায় ফেরাতে পারতেন সুয়ারেজ। যদি না বাধার দেয়াল হতো গোলপোষ্ট।
বিরতির পর বদলি খেলোয়াড় নামানো শুরু করে আর্জেন্টিনা। লাওতারো মাটিনেজ এবং ডি মারিয়ার জায়গায় মাঠে নামেন আলেজান্দ্রো গোমেজ ও অ্যাঞ্জেল কোরেরা। দলের সেরা তারকা মেসিকেও মাঠে নামায় আর্জেন্টাইন কোচ। ৭৬ মিনিটে মাঠে নামেন মেসি।
তবে এই সুপারস্টার নামলেও আর কোন গোল দিতে পারেনি স্ক্যালোনির শিষ্যরা। পুরো ম্যাচে আর্জেন্টিনা ছোট-বড় সুযোগ পেয়েছে মোটে পাঁচটা। অন্যদিকে উরুগুয়ের এমন সুযোগ এসেছিল আটবার। তাও কাজে লাগাতে পারেনি স্কাই ব্লুরা। শেষ পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।