নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা ভারতের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
রহিত শর্মা, জাসপ্রিত বোমরাহ, রিশব পান্থ, মোহাম্মদ সামি ও শারদূল ঠাকুর থাকবেন বিশ্রামে। টানা খেলার ধকল কাটাতেই এই পাঁচ ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে। বিরাট কোহলিও থাকছেন না প্রথম টেস্টে। তবে, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফিরবেন কিং কোহলি। কানপুর টেস্টে কোহলির অনুপস্থিতিতে দলের দায়িত্বে থাকবেন অজিঙ্কা রাহানে। তরুণদের নিয়ে দল সাজালেও নিউজিল্যান্ড সিরিজ নিয়ে বেশ আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড। ২৫ নভেম্বর থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।