আওয়ামী যুবলীগ একতার মাধ্যমে শোষণমুক্ত ও মেধাভিত্তিক সমাজ গঠনে বদ্ধপরিকর

- আপডেট সময় : ০৮:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আওয়ামী যুবলীগ একতার মাধ্যমে শোষণমুক্ত ও মেধাভিত্তিক সমাজ গঠনে বদ্ধপরিকর, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সকালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে এ প্রত্যয়ের কথা জানান তিনি। আর শোভাযাত্রায় অংশ নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিসহ সরকারের বিরুদ্ধে যেকোন ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।
আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য এই আনন্দ শোভাযাত্রার। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে নুর পরশের নেতৃত্বে এতে অংশ নেয় কেন্দ্রীয়সহ সংগঠনটির মহানগরের নেতাকর্মীরা।
সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তণ থেকে শুরু হয় এই আনন্দ শোভাযাত্রা। বিভিন্ন গান আর বাদ্যের তালে নেচে-গেয়ে শোভাযাত্রাকে বর্ণাঢ্য উৎসবে পরিণত করে নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নিজেদের অবস্থান জানান দিতেই এই রেলীতে অংশ নেয় তারা।
শোভাযাত্রায় অংশ নিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে দেশের যুবসমাজকে বঙ্গবন্ধুর আদর্শের পতাকাতলে একত্রিত করা হয়েছে।
পরে দুপুরে ধানমন্ডির ৩২ নাম্বারে গিয়ে শেষ হয় আনন্দ শোভাযাত্রাটি ।