নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিএনপি’র বিক্ষোভ

- আপডেট সময় : ০৫:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
তেল, গ্যাস, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ঝিনাইদহ, নাটোর, কুড়িগ্রাম ও ঝালকাঠিসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
ঝিনাইদহে তেল, গ্যাস, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি।দলটির জেলা শাখার আয়োজনে সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সকালে শহরে বিএনপির অস্থায়ী কার্যালয়েরর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতা- কর্মীরা। এসময় বক্তারা, দ্রব্যমুল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা উল্লেখ করে দ্রুত তেল, গ্যাস, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোর দাবী জানান।
কুড়িগ্রামে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম।এ সময় বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান।
ঝালকাঠিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।