দলীয় মনোনয়ন না দিতে এমপি একরামের চিঠি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নিজ নির্বাচনী এলাকায় ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়নের পরিবর্তে উন্মুক্ত প্রার্থীর জন্য আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে চিঠি দিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
নোয়াখালী-৪ আসনের এই এমপি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বরাবর এই চিঠি দিয়েছেন। জাতীয় সংসদের প্যাডে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন— বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল বর্জন করেছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আমাদের দলীয় নেতাকর্মীদের রক্তাক্ত সংঘাত থেকে মুক্তির প্রত্যাশায় উন্মুক্তভাবে নির্বাচন অনুষ্ঠানের আবেদন জানান একরাম চৌধুরী। বলেন, গোলোযোগে বিএনপিসহ নির্বাচন বর্জনরত অন্য কোনো দলের কেউ হতাহত হয়নি। হতাহতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।