বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেদ্দার একটি হোটেলে- বঙ্গবন্ধু পরিষদ সৌদি পশ্চিমাঞ্চল কমিটির সভাপতি দেলোয়ার হোসেন আব্দুল মালেকের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নজরুল ইসলাম রাকিবের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু। সভায় আরো বক্তব্য রাখেন অলি আহমেদ, কামরুল ইসলাম, মনিরুজ্জামান মাহবুব, জাকির হোসেন, আশ্রাফ আলীম, সমির আহমেদ, শাহ কামাল, মোহাম্মদ সোলায়মানসহ বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল কমিটির নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রনায়ক থেকে আজ বিশ্বনেতায় পরিণত হয়েছেন। তিনি এখন বিশ্বব্যাপী নিপীড়িত ও শোষিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর।