অক্টোবরে আইসিসির সেরা খেলোয়াড় আসিফ আলি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
 - / ১৬২৪ বার পড়া হয়েছে
 
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের কারণে আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলি। নারী ক্যাটাগরিতে এই পুরষ্কার জিতেছেন আয়ারল্যান্ডের ব্যাটার লরা ডিলানি।
মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে এ তথ্য দিয়েছে। আসিফ আলী এই ক্যাটাগরিতে হারিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসেকে। চলতি বিশ্বকাপে আসিফ তিন ম্যাচের তিনটিতেই অপরাজিত থেকে ৫২ রান করেছেন। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২৭৩.৬৮। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে আসিফ ১২ বলে ২৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে দলের যখন ২ ওভারে ২৪ রানের প্রয়োজন তখন ১৯তম ওভারেই চারটি ছক্কা মেরে জয় নিশ্চিত করেন।
																			
																		














