দিনাজপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে পরিবহন চালক ও শ্রমিকদের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীর।সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, পরিবেশ দূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি।এমন বাস্তবতায় পরিবহন চালকদের শব্দ দূষণ নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সমন্বিত পদক্ষেপের কথা উল্লেখ করেন বক্তারা। প্রশিক্ষণ কর্মশালায় জেলার শতাধিক পরিবহন চালক ও শ্রমিক অংশগ্রহণ করেন।





















