মাদারীপুরের কালকিনিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ২০ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। সকালে কালকিনি উপজেলার সিটিখানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চাঁনমিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল ও হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হয় অন্তত ২০ জন। পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ঘটনাস্থলে রেব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল ১১ নভেম্বর কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন।