দেশে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

- আপডেট সময় : ০২:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, নুর হোসেনের আত্মত্যাগে ৯০-এ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে সে গণতন্ত্র অনুপস্থিত।
শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে বুধবার সকালে রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন স্কয়ারে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, শহীদ নুর হোসেনের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবময় মাইলফলক। একে একে শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ, মহানগরসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনটিকে স্মরণে রেখে নূর হোসেন বেদিতে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। পরে দলের ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান কথা বলেন ভোটাধিকার ও দেশের গণতন্ত্র নিয়ে।
শ্রদ্ধা জানাতে আসেন নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া। বলেন, দেশে ৯০-এর মতো আরেকটি সংগ্রাম চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মৃতি, সারাজীবন বুকে ধারণ করবে দেশের মানুষ, এমন প্রত্যাশা পরিবারের সদস্যদের। এছাড়া আত্মাহুতি দেয়া সকল শহীদদের স্মরণে রাখার আহবানও জানান তারা।