আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ৩৪ বছর আগে ১৯৮৭ সালের এই দিনে এই দিনে বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ শ্লোগান লিখে এইচএম এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে নূর হোসেন গুলিতে শহীদ হন।
বুধবার সকালে নূর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র শৃংখলামুক্ত হলেও এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এই জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংগ্রাম চলছে।শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধারে যে কোন ত্যাগ স্বীকার করে দলমত নির্বিশেষে জনগণ মাঠে নামবে।













