ফ্রান্স সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- আপডেট সময় : ০২:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
লণ্ডন থেকে ফ্রান্স সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা কারণে তার এবারের ফ্রান্স সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারিসের এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে আজ আনুষ্ঠানিক বৈঠকে বসবেন শেখ হাসিনা।
দীর্ঘ ২২ বছর পর পাঁচ দিনের এই সফরে মঙ্গলবার ফ্রান্সে নানা আনুষ্ঠানিকতায় যোগ দেবেন শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রীকে তিন জায়গায় গার্ড অব অনার দেয়া হবে। আনুষ্ঠানিক সফরে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। বেশ কয়েকটি সমঝোতা স্মারকের পাশাপাশি নিরাপত্তা খাতে একটি লেটার অব ইনটেন্ট সই হতে পারে বলে ধারণা দেয়া হয়েছে। এছাড়া ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী উদযাপন এবং প্যারিস পিস ফোরামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষবার আনুষ্ঠানিক সফরে প্যারিস গিয়েছিলেন।