বহুদলীয় গণতন্ত্রসহ দেশের সব স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বহুদলীয় গণতন্ত্রসহ দেশের সব স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের তাগিদ দেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরে বাংলানগরের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মাধ্যমে দ্বিতীয়বারের মতো দেশের স্বাধীনতা সুসংগঠিত করে জাতি সত্তা বিনির্মাণ করেন জিয়াউর রহমান।

 
																			 
																		
















