বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বলা হাস্যকর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
সারা দুনিয়ায় উন্নয়ন-অর্জনের জন্য যখন প্রশংসিত হচ্ছে, তখন বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বলা হাস্যকর, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে তাঁর বাসভবনে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি।দেশ পরিচালনায় নতজানু হওয়ার নজির আওয়ামী লীগের নেই বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী। বলেন, প্রকাশ্যে বিভিন্ন দূতাবাসের কাছে সাহায্য চাওয়া- বিএনপির মেরুদন্ডহীন রাজনীতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ। দেশের সব মেগা প্রকল্প নাকি ঋণ নির্ভর এমন অভিযোগের পর ওবায়দুল কাদের জানান, পদ্মাসেতু নির্মাণ বন্ধের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, তারা চায়নি এদেশে মেগা প্রকল্প হোক























