সারাদেশে তৃতীয় দিনের মত চলছে পরিবহন ধর্মঘট

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সারাদেশে তৃতীয় দিনের মত চলছে পরিবহন ধর্মঘট। জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা এই কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশ।
চট্টগ্রাম মেট্রোপলিটনে স্বল্প পরিসরে গণ পরিবহন চললেও পণ্য পরিবহন বন্ধ আছে। তিনদিনে অন্তত ১০ হাজার কন্টেইনারের জট লেগেছে বন্দরে। ভোগান্তিতে পড়েছে কুয়াকাটায় আগত পর্যটকসহ এই রুট দিয়ে চলাচলকারী প্রায় দুই লাখ যাত্রী। খুলনায় অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক চলছে। ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড, পাটগুদাম ও টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে কোন ধরনের গাড়ি গন্তব্যে ছেড়ে যায়নি। চুয়াডাঙ্গার সাথে ঢাকা-খুলনা- বরিশাল-চট্রগ্রাম ও সিলেটের সাথে যাত্রীবাহি বাস, ট্রাকসহ সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বগুড়ায় চলছে না কোন পরিবহন। ধর্মঘটের কারণে নড়াইল থেকে সব রুটে বন্ধ যান চলাচল।